মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই ককটেল বিস্ফোরণে ফ্লাইওভারের নিচে থাকা অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটনে অবস্থিত এসেম্বিলিস অফ গডস (এজি) চার্চ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। 

 
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যদিনের মতোই স্বাভাবিকভাবে মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি ওই যুবকের মাথা এসে পড়ে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
ছেলের মৃত্যুর খবরে ঘটনাস্থলে হাজির হয়েছে ওই যুবকের বাবা-মাম। কান্নায় ভেঙে পড়েছেন তারা। 
 
 
এদিকে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। আর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালাচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151375