রংপুরে ক্যানেল থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরে তারাগঞ্জে ডালিয়া ক্যানেল থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো: জাবের আলী(৫০)। তিনি নীলফামার সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষনপুর পীরপাড়া এলাকার কাসেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের সিংঙ্গীমারি দোলা এলাকার ডালিয়া ক্যানেলের পাশে একটি মরদেহ দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বেলা ১১ টায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন জানান, মামলার প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151369