শ্রীপুরে ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

শ্রীপুরে ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে মোবাইল ফোনে কৌশলে ইটভাটায় ডেকে নিয়ে ফরিদ হোসেন সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইউনিয়নের লতিফপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ফরিদ হোসেন সরকার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারে ছেলে। তিনি বিএনপি অঙ্গসংগঠন জাসাসের উপজেলা কমিটির যুগ্নসম্পাদক ছিলেন।

 

খবর পেয়ে গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু নিহতের পরিবারের সঙ্গে দেখা। তাদের সান্ত্বনা দেন। আর দ্রুত সময়ের মধ্যে খুনিকে গ্রেপ্তারের দাবি জানান। 

এ খুনের প্রতিবাদে দুপুরে বিএনপি তার অঙ্গসংগঠন মিছিল বের করে। মিছিল শেষ বক্তব্য রাখেন নেতারা। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। খুনিরা গ্রেপ্তার না হলে আরও কঠিন আন্দোলন গড়ে তোলা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

স্বজনরা জানান, গতকাল (মঙ্গলবার) রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফরিদকে মোবাইল ফোনে পাশের আবুল কাশেমের মালিকানাধীন কেবিএম ইটভাটায় ডেকে নেয়। পরে সকালে জানতে পারি ইটভাটায় রক্তাক্ত মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে লাশ শনাক্ত করা হয়।

 

নিহতের মা ফরিদা বেগম বলেন, রাত ১০টার দিকে আমার ছেলে আমি একই সঙ্গে রাতের খাবার খেয়েছি। খাবার শেষে ফোন পেয়ে ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। রাত ৩টার দিকে ছেলেকে মেরে ফেলছে এমন খবর আসে।

কেবিএম ইটভাটার কর্মচারী মো. জাকির হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে ইটভাটায় এসে আগুন পোহাতে থাকে ফরিদ ভাই। এরপর রাত আনুমানিক ৩টার দিকে কয়েকজন অচেনা ব্যক্তি রাম দা হাতে এসে ফরিদ ভাইকে ধাওয়া করে। আমরা ভয়ে দৌড়ে পাশের ঘরে গিয়ে আশ্রয় নেই। পরে তাকে কুপিয়ে দুবৃর্ত্তরা পালিয় যায়। 

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর (সার্কেল) মিরাজুল ইসলাম জানান- খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারিরা গ্রেপ্তার হবে আশা করছি। সব তথ্য পুলিশের হাতে চলে এসেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151368