সিরাজগঞ্জে তুলার গোডাউনে আগুনে ২০ লাখ টাকা ক্ষতি
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলাকায় মেসার্স স্বাধীন ট্রেডার্স নামের একটি তুলা প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার মধ্যরাত পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গোডাউনে থাকা উন্নত মানের তুলা, ঝুটসহ অন্যান্য মালামাল আগুনে ভস্মীভূত হয়ে যায়।
প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম জানান, গত সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান। পরে রাত পৌনে ২টার দিকে নাইটগার্ড মো. সুমন (২৮) আগুন দেখতে পেয়ে চিৎকার করেন এবং মোবাইল ফোনে মালিককে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোডাউনের ভেতরে থাকা সব তুলা ও মালামাল পুড়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151363