ডেইলি স্টার থেকে কম্পিউটার নিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আজমির হোসেন আকাশ (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৩। এ সময় তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, তিনটি ক্যাবল, একটি সুইচ অ্যাডাপ্টর ও একটি মাউস উদ্ধার করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও লুটপাটের সময় আজমির হোসেন আকাশ মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স নিয়ে যান। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া কুড়াল হাতে উল্লাস করা যুবক মোহাম্মদ মাইনুল ইসলামকেও ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ইসলা বাড়ি গ্রামে। থাকতেন ঢাকার উত্তরায়।
ওই রাতে একটি ভিডিওতে যিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে বেসরকারি একটি টেলিভিশনকে বলছিলেন, তাকেও গ্রেপ্তার করেছে ডিবি। তার নাম কারি মুয়াজ বিন আবদুল রহমান।
পুলিশ জানায়, তিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা। শরীয়তপুর সদর থানার পশ্চিম কান্দি গ্রামে তার বাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলছিলেন, যেটা ৫ আগস্ট করার কথা ছিল, আমরা পারিনি। আজকে সেটা করেছি হাদি ভাইয়ের ওছিলায়।
এর আগে গেল মঙ্গলবার ১০ জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এ নিয়ে দুই দিনে গ্রেপ্তার করা হলো ২৯ জনকে।
এ ছাড়া দুটি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলার উসকানিদাতা হিসেবে শনাক্ত করা হয়েছে আরও অন্তত ২০ জনকে। এর বাইরে ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151357