হবিগঞ্জে খড়বোঝাই ট্রাক থেকে গাঁজা উদ্ধার, আটক ২

হবিগঞ্জে খড়বোঝাই ট্রাক থেকে গাঁজা উদ্ধার, আটক ২

হবিগঞ্জে খড়বোঝাই একটি ট্রাক থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। 

বিজিবি সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় সন্দেহজনক একটি পণ্যবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় ট্রাকের ভেতরে গরুর খাবার (খড়) এর নিচে বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৭) ও কৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রহমত আলী (৪৩)।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দকৃত মাদক ও আটককৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151350