বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির  প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ 

বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির  প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত এমপি প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি শাহিনুল ইসলাম শাহিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

বুধবার দুপুরে তিনি উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমন, পৌর জাপা’র সভাপতি আব্দুল লতিফ, জাপা নেতা আবু রায়হান, সাবেক ছাত্রনেতা শিবলি আহমেদ।  

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151349