যশোর-৩ আসনে অমিতের মনোনয়ন সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহের সময় জেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আবদুল মান্নান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
নেতৃবৃন্দ বলেন, যশোর সদর আসনে এবার জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে অনিন্দ্য ইসলাম অমিতই ধানের শীষের যোগ্য কণ্ঠস্বর। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151345