সূর্যবংশী–গণির ব্যাটে বিধ্বংসী ঝড়, ওয়ানডেতে ৫৭৪ রানের নতুন বিশ্ব রেকর্ড
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচেই গড়েছে একের পর এক রেকর্ড। তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের পর আরও ভয়ংকর রূপ দেখালেন তার দলের অধিনায়ক সাকিবুল গণি। তিন সেঞ্চুরির ঝড়ে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ইতিহাস গড়েছে বিহার।
উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান তোলে বিহার।
ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ১৪ বছর বয়সী এই ব্যাটার। পরে পাঁচ নম্বরে নেমে অধিনায়ক সাকিবুল গণি আরও দ্রুত গতিতে ব্যাট চালান।
এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল তামিল নাড়ুর দখলে। ২০২২ সালের বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে তারা করেছিল ৫০৬ রান।
সূর্যবংশী এই ম্যাচে ৮৪ বলে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৬টি চার ও ১৫টি ছক্কায় সাজানো ছিল তার ব্যাটিং। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নেন তিনি।
তার আউট হওয়ার সময় ২৬ দশমিক ৪ ওভারে বিহারের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৬১ রান।
চার নম্বরে নেমে আয়ুশ লোহারুকা করেন ৫৬ বলে ১১৬ রান। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৮টি ছক্কা। তবে শেষদিকে সব আলো কেড়ে নেন অধিনায়ক সাকিবুল গণি। তিনি অপরাজিত থাকেন ১২৮ রানে। মাত্র ৪০ বলে খেলা এই ইনিংসে ছিল ১০টি চার ও ১২টি ছক্কা।
৩২ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ড গড়েন গণি। এই ম্যাচেই ৩৩ বলে সেঞ্চুরি করে আগের রেকর্ড গড়েছিলেন ইশান কিশান। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটি এখনো অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার ম্যাকগার্কের, যিনি ২৯ বলে শতক করেছিলেন।