জানুয়ারির দল বদলেই রিয়াল ছাড়ছেন ভিনি!
স্পোর্টস ডেস্ক : অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকো জয়ের দিনে ৭২ মিনিটের মাথায় তুলে নেয়ায় কোচ জাভি আলোনসোর ওপর বেজায় চটেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর কোচের কাছে সেই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেও তা আর স্বাভাবিক হয়নি। যার প্রভাব ব্রাজিলিয়ান এ তারকার পারফরম্যান্সেও পড়েছে। গত ১৬ ম্যাচে তার পায়ে গোলের দেখা পাননি মাদ্রিদ সমর্থকরা।
সর্বশেষ সেভিয়ার বিপক্ষে ম্যাচে তো নিজেদের গ্যালারি থেকেই দুয়ো শুনেছেন। সেই ম্যাচ শেষ হতে না হতেই লকার রুম থেকে নিজের ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিটা বদলে ফেলেছেন। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে থাকা তার ছবিটা বদলে ব্রাজিলের জার্সিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তার পর থেকেই স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন আসছে, জানুয়ারির দল বদলেই রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন এই ফরোয়ার্ড।
স্প্যানিশ ট্যাবলয়েড মার্কার ইঙ্গিত শুধু কোচের সঙ্গে বনিবনা না হওয়াই নয়, বেতন-বোনাস না বাড়ানোর কারণেও ভিনি রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ২০১৮ সাল থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন তিনি। ৩৩৬ ম্যাচ খেলে ১১১টি গোল করেছেন এ ক্লাবের হয়ে। কিন্তু আলোনসো আসার পর থেকেই কেন জানি প্রত্যাশার ধারেকাছে নেই এই লেফট উইঙ্গার। এই মৌসুমে মোট ২৪ ম্যাচ খেলে গোলের দেখা পেয়েছেন মাত্র পাঁচটি, অ্যাসিস্ট আটটিতে। যে কিনা এক বছর আগেই ২৪ গোল করে লা লিগার সেরা ফুটবলার হয়েছিলেন। আসলে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের আসার পর থেকেই ভিনিসিয়ুস তার বেতন বাড়ানোর দাবি তুলে আসেন ক্লাব কর্তৃপক্ষের কাছে। তার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে রিয়ালের। বছরে ১৮ মিলিয়ন ইউরো পান তিনি। মাদ্রিদ তাকে প্রস্তাব দিয়েছে সেটা ২০ মিলিয়ন করার। কিন্তু ভিনির দাবি ৩০ মিলিয়ন ইউরো হতে হবে, যা কিনা এমবাপ্পের বেতনের কাছাকাছি। সেই সঙ্গে বোনাস আর রিনিউ ফিও বাড়াতে হবে।
দ্য অ্যাথলেটিকোর খবর, ভিনির এ প্রস্তাবে রাজি নন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তাছাড়া দলের মধ্যে কোচের সঙ্গে ভিনির ব্যবহারও ভালোভাবে নেননি পেরেজ। সব মিলিয়ে হয়তো ভিনির সঙ্গে একটা শান্তিচুক্তিতে যাবে রিয়াল। যেখানে ১ বিলিয়ন রিলিজ ক্লজে ছেড়ে দেবে তাকে। বিষয়টি আঁচ করতে পেরে কিছুদিন আগে নেইমার একটি পরামর্শ দিয়েছিলেন ভিনিকে। বুঝিয়ে ছিলেন তার ক্যারিয়ারের অন্যতম ভুল সিদ্ধান্ত ছিল বার্সেলোনা ছেড়ে আসা। স্বদেশি ভিনিকে তেমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন নেইমার।
এই বছরের শুরুতেই একটা গুঞ্জন ছিল সৌদির কোনো ক্লাব রেকর্ড অর্থে ভিনিকে নিতে চায়। ক্রিসমাসের ছুটির পর ৪ জানুয়ারি লা লিগায় রিয়াল বেটিসের সঙ্গে ম্যাচ রয়েছে মাদ্রিদের। সেখানেই স্পষ্ট হয়ে যেতে পারে ভিনি সত্যিই রিয়াল মাদ্রিদ ছেড়ে দিচ্ছেন কিনা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151329