সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকসেবী ও গাঁজা ব্যাবসায়ীসহ আটক ৪
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দলের অভিযানে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মুশফিকুর রহমান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো, পৌরশহরের দ্বারিয়াপুর মহল্লার মৃত আবু শেখ এর ছেলে শাহ আলম(৪০), প্রাণনাথপুর মহল্লার মো: সালাম মোল্লার ছেলে আব্দুল মতিন(২৬) ও উপজেলার কাংলাকান্দি গ্রামের মো: ইয়াছিনের ছেলে রবিন(২৪)। আটককৃত ৩ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও গাঁজা বিক্রেতা গোলাম আজম এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। সে উপজেলার নুকালী গ্রামের মৃত মির্জা গোলাম কিবরিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামাণিক বলেন, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে কারাদণ্ড প্রদান করেন ও ১ জনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151279