সিরাজগঞ্জের শাহজাদপুরে দুইটি ইটভাটার লক্ষাধিক টাকা জরিমানা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর উপজেলায় কায়েমপুর ইউনিয়নের দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অপরাধে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়। গত রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়।
অভিযানকালে উপজেলার মাদলা গ্রামের মেসার্স এম এইচ টি ব্রিকসকে ৭০ হাজার টাকা ও হরিরামপুর গ্রামের মেসার্স জি আর সি ব্রিকসকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক শাহিন আলম ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গত সোমবার সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ওই দুই ইটভাটাকে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151278