বগুড়া-৫ আসনে জামায়াত প্রার্থী দবিবুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দবিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও শেরপুর উপজেলা নির্বাহী অীফসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন-শেরপুর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, ধুনট উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, ধুনট উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ফিরোজ আহমেদ, শেরপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ইফতেখার আলম প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151277