বগুড়ায় খ্যাতিমান ক্রীড়াবিদ আজিজুল হকের ইন্তেকাল

বগুড়ায় খ্যাতিমান ক্রীড়াবিদ আজিজুল হকের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও দৈনিক সাতমাথা পত্রিকার স্টাফ রিপোর্টার সানাউল হক শুভ'র বাবা খ্যাতিমান ক্রীড়াবিদ আজিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বগুড়া শহরের খান্দার শহীদ নগরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

হৃদরোগসহ নানারোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আগামীকাল বুধবার বাদ যোহর শহরের খান্দার আবহাওয়া অফিস সংলগ্ন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। স্বজনরা জানান, তিনি ছিলেন বগুড়ার একজন খ্যাতিমান ক্রীড়াবিদ। ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলায় তিনি সমান পারদর্শী ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি বিভিন্ন ক্লাবে খেলে সুনাম কুড়িয়েছেন।

ব্যাডমিন্টনের পাশাপাশি ভলিবলেও ছিলেন বড়মাপের খেলোয়াড়। নিয়মিত দাবাও খেলতেন। ১৯৬৪ সালে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতায় বগুড়া মিউনিসিপ্যাল হাইস্কুল রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন হয়। এই টিমের অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বেই স্কুলটি চ্যাম্পিয়ন হয়। এছাড়া ১৯৬৬ সালে ইন্টার কলেজ ফুটবল প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ টিম চ্যাম্পিয়ন হয়।

ওই কলেজ টিমেরও অধিনায়ক ছিলেন তিনি। শুধু ফুটবল নয়, ওই কলেজের ক্রিকেট টিমেরও অধিনায়ক ছিলেন তিনি। ব্যাডমিন্টন প্রতিযোগিতাতেও সমান কৃতিত্ব দেখান তিনি। ১৯৬৮ সালে ব্যাডমিন্টনে রাজশাহী ইন্টার ইউনিভার্সিটি প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন। তিনি বগুড়ার ইউএফসি ক্লাব, হোয়াইট ক্লাব, ডিসি ক্লাব, অলিম্পিয়া ক্লাব, শহীদ চাঁন্দু সংঘ, পৌর ক্লাব ও টাউন ক্লাবের কৃতী খেলোয়াড় ছিলেন।

তিনি ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনে জেলা দলের নিয়মিত সদস্য ছিলেন। তার মৃত্যুতে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সহসভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এইচ আলিম, সহসাধারণ সম্পাদক শামীম আলম, নির্বাহী সদস্য রাহাত রিটু, জহুরুল ইসলাম, রবিউল ইসলাম বিদ্যু এক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং প্রয়াতের রূহের মাগফিরাত কামনা করছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151267