বগুড়ার ধুনটে বাড়ির জায়গা নিয়ে হামলায় বাবা-ছেলেসহ আহত ৩

বগুড়ার ধুনটে বাড়ির জায়গা নিয়ে হামলায় বাবা-ছেলেসহ আহত ৩

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন-উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের মোজাম্মেল হক মন্ডল (৬২), তার ছেলে ইমরান হোসেন (২৬) ও বোন পিয়ারা বেগম (৫৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রোববার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরনাটাবাড়ি গ্রামের মোজাম্মেল হক মন্ডলের সঙ্গে প্রতিবেশী বারিক মন্ডলের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ রয়েছে। প্রায় তিন মাস আগে বারিক মন্ডল অভৈধভাবে মোজাম্মেল হকের বাড়ির জায়গা দখল নিয়ে সেখানে ঘর উত্তোলন করেন। এ ঘটনা নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক করে কোন সমাধান হয়নি।

এ অবস্থায় মোজাম্মেল হক ও তার লোকজন রোববার সকাল ১০টায় বিবাদমান ওই জায়গায় ঘর উত্তোলন করতে থাকেন। এসময় বারিক মন্ডল ও তার ছেলে হামলা চালিয়ে বাবা ও ছেলেসহ তিনজনকে আহত করেন। এ ঘটনায় মোজাম্মেল হকের ছেলে নাজমুল হোসাইন বাদি হয়ে বারিক মন্ডল ও তার ছেলে ইছরাফিল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে ইছরাফিল ইসলাম বলেন, বসতবাড়ির জায়গা নিয়ে প্রতিপেক্ষর লোকজন মারপিট করে আমাদের আহত করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তাদের ওপর হামলা কিংবা মারপিটের ঘটনা সঠিক নয়।

ধুনট থানার এসআই বেলাল হোসেন বলেন, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151251