বগুড়ার মোকামতলায় পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের মোকামতলায় পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলে-কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালার হাট গ্রামের ফজর আলীর ছেলে শাহীন আলম (২৩) ও পানি মাছ কুটি গ্রামের ছাত্তারের ছেলে শাকিল আহমেদ (২২)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনছার আলী জানান, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের স্থানীয় বন্দর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ওই দুই মাদককারবারি ব্যাগে করে পাঁচ কেজি গাঁজা মটরসাইকেলে নিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151242