বগুড়ার দুপচাঁচিয়ায় আ’লীগ নেতা জিল্লুর রহমান গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় আ’লীগ নেতা জিল্লুর রহমান গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা ও ককটেল বিস্ফোরণসহ মনির হত্যা মামলায় সদর ইউনিয়ন ১ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানকে (৪৯) গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জিল্লুর রহমান পশ্চিম আলোহালী গ্রামের মৃত হাছেন আলী আকন্দের ছেলে।

থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151236