মেহেরপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
মেহেরপুরের গাংনীর সাহারবাটিতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন (২৭) নামের এক যুবক নিহত এবং দুজন আহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে সাহারবাটির দবির ডাক্তার বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন হোসেন ইলেকট্রিক মিস্ত্রি ও করমদি গ্রামের সন্ধানী পাড়ার জামাল হোসেনের ছেলে। আহতরা হলেন নিহতের স্ত্রী তমা খাতুন (২৫) ও দেড় বছরের কন্যা শিশু তানহা।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক তুহিন হোসেন স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে শশুর বাড়ি ধলা গ্রাম থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা দ্রতগামী পাওয়ার টিলার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি চাপায় ইলেকট্রিক মিস্ত্রী তুহিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।