ব্রাহ্মণবাড়িয়া-২: বিএনপির মনোনয়ন পেলেন না রুমিন, জোট প্রার্থী জুনায়েদ হাবিব

ব্রাহ্মণবাড়িয়া-২: বিএনপির মনোনয়ন পেলেন না রুমিন, জোট প্রার্থী জুনায়েদ হাবিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে ৪টি আসনে সমঝোতা করেছে বিএনপি। এর মধ্যে একটি আসন হলো ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন। এখানে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্যদিকে, একই আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা থাকলেও তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিবের মনোনয়ন নিশ্চিত করা হয়।

এদিকে, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিবের মনোনয়নে জোটের ভেতরে এক ধরনের ঐকমত্য সৃষ্টি হয়েছে বলে সূত্র জানিয়েছে। এই মনোনয়নকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একটি জটিল রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

একদিকে, জোটের প্রার্থী হিসেবে মাঠে আছেন জুনায়েদ আল হাবিব। এ ছাড়া জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোবারক হোসাইন আকন্দ, জাতীয় পার্টির সাবেক দুইবারের সংসদ সদস্য এবং সদ্য জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) থেকে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাসহ অন্যান্য দলের প্রার্থীদের উপস্থিতিতে আসনটি চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

এ ব্যাপরে সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে যোগযোগের চেষ্টা করেলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বর্তমানে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151216