আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইফা নুর সোহা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃত সোহা ওই এলাকার প্রবাসী মোহাম্মদ সুমনের মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপমা জানান, বেলা ২টার দিকে পুকুরে পড়ে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151215