লোহিত সাগর তীরে বিলাসবহুল দ্বীপে রোনালদোর দুই ভিলা

লোহিত সাগর তীরে বিলাসবহুল দ্বীপে রোনালদোর দুই ভিলা

স্পোর্টস ডেস্কঃ  সৌদি আরবের লোহিত সাগর অঞ্চলে দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে নিয়ে যুক্ত হয়েছেন ‘রেড সি রেসিডেন্স’ কমিউনিটিতে। 

রেড সি ইন্টারন্যাশনাল প্রকল্পের অংশ রোনালদোর কেন দুটি ভিলা। ভিলাগুলো ব্যক্তিগত দ্বীপে গড়ে তোলা। মূল ভূখণ্ড থেকে দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। সেখানে যাতায়াতের একমাত্র উপায় নৌকা বা সি-প্লেন।

 

এই কমিউনিটিতেই দুটি ভিলা কিনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

রোনালদো জানান, প্রথম সফরেই তিনি ও জর্জিনা এই দ্বীপের সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন। দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করে। এখানে তারা শান্তি ও প্রশান্তি খুঁজে পেয়েছেন।

পারিবারিক ব্যবহারের জন্য একটি তিন শয়নকক্ষের ভিলা কিনেছেন রোনালদো। পাশাপাশি একটি দুই শয়নকক্ষের ভিলাও কিনেছেন। তারা রিসোর্টটির প্রথম দিকের মালিকদের একজন। ভিলা মালিক হওয়ায় যেকোনো সময় এখানে এসে নিরিবিলি সময় কাটাতে পারবেন।

রেড সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জন পাগানো বলেন, রোনালদোর বিনিয়োগ এই গন্তব্যের আকর্ষণ প্রমাণ করে। এখানে বিলাসিতা, প্রকৃতি ও গোপনীয়তার সুন্দর সমন্বয় রয়েছে। সব স্থাপনা চলছে নবায়নযোগ্য জ্বালানিতে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151208