খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন (৪০) নামে একজনের দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত আক্তার হোসেন নগরীর গল্লামারী এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। সে নগরীর একটি হোটেলের কর্মচারী। আক্তার হোসেনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আক্তার হোসেন জানানন, সকালে তিনি বাড়িতে ছিলেন। ওই সময় তার ভাগ্নে শাহেদের ৪-৫ জন বন্ধু তাকে ডেকে দারোগার ভিটানামক স্থানে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতের রগ কেটে দেয়। এ সময় তার আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের অর্থোপেটিক্স বিভাগের চিকিৎসক ডা. বাপ্পা রাজ বলেন, ধারলো অস্ত্রের আঘাতে তার বাম ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি।

এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা আক্তার হোসেনের পূর্ব পরিচিত। সকালে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে দারোগার ভিটা এলাকার আলী নগর নামের একটি বিলের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কব্জি কুপিয়ে জখম করে। কী কারণে তার হাতের রগ কেটে দেওয়া হয়েছে-সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151206