ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
শীতের কুয়াশার মধ্যে ওভারটেকিংকরতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ যাত্রী আহত হয়েছেন।এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের খৈরাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আধা ঘণ্টার মতো মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
আহতরা হলেন- মজিবুর রহমান(৫০),শামীম মিয়া(৩৭),হানিফ মিয়া(৩০),রিয়াজ উদ্দিন(৫১),হযরত আলী(৫০),সোহেল(৩২),রাহেলা খাতুন(৬৫),জাহাঙ্গীর আলম(৫৩), জালাল উদ্দিন (৬৫),আব্দুর রশিদ (৮০),কামরুজ্জামান ভূঁইয়া (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলছায়া পরিবহনের একটি বাস ও এম কে সুপার নামে অপর আরেকটি বাস কুয়াশা উপেক্ষা করে ওভারটেকিং প্রতিযোগীতায় নেমেছিল। এসময় ঈশ্বরগঞ্জের খৈরাটি এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা কিশোরগঞ্জের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ১১ জন আহত হন। পরে সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।