ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে এসব হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। গতকাল মস্কোতে গাড়ি বোমা হামলা চালিয়ে এক জেনারেলকে হত্যা করে অজ্ঞাতরা। এর একদিন পরই ইউক্রেনে ব্যাপক হামলা চালাল রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিনঝাল মিসাইল দিয়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির দেনিপ্রোপার্টভোস্ক অঞ্চলের আন্দ্রিভকা এবং খারকিভের প্রাইলিপকা এলাকা দখল করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারেদেঙ্কো জানিয়েছেন, ভোরবেলা রাশিয়া অন্তত ৬০০ ড্রোন এবং কয়েক ডজন মিসাইল ব্যবহার করে হামলা চালিয়েছে।

এসব হামলায় পূর্বাঞ্চলের জ্বালানি অবকাঠামোগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নতুন হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সূত্র: ফ্রান্স ২৪

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151193