শেরপুরে ১৬০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

শেরপুরে ১৬০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

শেরপুরে এক হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রশিদ (৩৪) এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতার।

তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঝাউবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ডুবারচর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত ৩৭ গ্রাম গুঁড়া এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151187