মিসাইল নিয়ে কোনো আলোচনায় নয় : ইরান

মিসাইল নিয়ে কোনো আলোচনায় নয় : ইরান

আন্তর্জাতিক ডেস্কনিজেদের ক্ষেপণাস্ত্র (মিসাইল) কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির দাবি, এই কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং বিদেশি আগ্রাসন ঠেকানোর জন্যই তৈরি।

সোমবার (২২ ডিসেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাকাঈ সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “ইরানের ভূখণ্ড রক্ষার জন্যই মিসাইল প্রোগ্রাম গড়ে তোলা হয়েছে। এটি আলোচনার বিষয় নয়।”

এরই মধ্যে নতুন করে মিসাইল মহড়া শুরু করেছে তেহরান। এতে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রইসরায়েল। ইসরায়েলের অভিযোগ, মহড়ার আড়ালে ইরান হামলার প্রস্তুতি নিতে পারে।

উল্লেখ্য, গত জুনে ইরান–ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী সংঘাত হয়, যেখানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলা চালায় তেহরান। ইরানের মিসাইল ও পারমাণবিক কর্মসূচিকেই নিজেদের জন্য বড় নিরাপত্তা হুমকি হিসেবে দেখে ইসরায়েল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151142