বগুড়ার নন্দীগ্রামে দুই যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে দুই যুবলীগ নেতা গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা নন্দীগ্রাম সদর ও ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই দুলাল (৬০) ও নন্দীগ্রাম সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ চন্দ্র মহন্ত (৫৫)। গতকাল রোববার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, গতকাল রোববার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চাকলমা গ্রামের মৃত তাহের উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুল হাই দুলালকে গ্রেফতার করা হয়।

অপরদিকে উপজেলার শিমলা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে নন্দীগ্রাম সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ক্ষুদ্র শিমলা গ্রামের মৃত নিপেন চন্দ্র মহন্তের ছেলে দিলীপ চন্দ্র মহন্তকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন পলাতক ছিল। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকলে নন্দীগ্রাম থানা থেকে তাদের আদালতে প্রেরণ করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151104