চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী নৌকার ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী নৌকার ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পদ্মানদীর আলিমনগর ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী ও পণ্যবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ছেড়ে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে বাধা একটি বালুবাহী বাল্কহেডে ধাক্কা দিলে নৌকার কিনারে বসা ভিক্ষু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১১ রশিয়া রুস্তম মন্ডলপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নৌকাটি নারায়ণপুর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর  নৌকার অন্যান্য যাত্রী ও এলাকাবাসী ঘটনাস্থলে আহত বৃদ্ধকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান।

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুশফিকুর রহমান বলেন, নৌকার সংঘর্ষে আহত রোগীকে হৃদরোগেআক্রান্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসা শুরুর পরপরই তিনি মারা যান।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। পুলিশ নিজস্ব সূত্রে ঘটনাটি জানতে পেরে খোঁজখবর শুরু করেছে।

রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151101