কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সোমবার সকালে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু দিয়ে অজ্ঞাত মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, নিহতের নাম-পরিচয় জানান চেষ্টা চলছে।