ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক : নতুন বছরের রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে মাসুমা রহমান নাবিলার সিনেমা ‘বনলতা সেন’। ছবিটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। কবি জীবনানন্দ দাশের কাল্পনিক একটি নারী চরিত্রকে কেন্দ্র করে এটি নির্মাণ করা হয়েছে।

গত বছরেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও তৎকালীন পরিস্থিতি বিবেচনায় নতুন সময়ে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। অবশেষে আসছে ঈদে সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে বনলতা চরিত্রে নাবিলার লড়াই দেখা যাবে। তবে চরিত্রে বনলতা সেন হয়ে ওঠা নাবিলার জন্য সহজ ছিল না। জানা গেছে, শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু নাবিলা সেই প্রস্তাবে রাজি হননি। তিনি নির্মাতাকে স্পষ্ট জানিয়ে দেন, বনলতা সেন চরিত্রটিই তিনি করতে চান। এরপর তিন দফা চ্যালেঞ্জিং অডিশনের মধ্যদিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চরিত্রটি বাগিয়ে নেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, সিনেমাটিতে জীবনানন্দ দাশ চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন- সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151079