মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকতে আবারও ভেসে এলো এক মৃত ডলফিন

মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকতে আবারও ভেসে এলো এক মৃত ডলফিন

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকত এলাকায় আবারও মৃত ডলফিন ভেসে এসেছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) সৈকতের উখিয়া উপজেলার মনখালী অংশে একটি মৃত ডলফিন ভেসে আসে। 

স্থানীয় জেলে ছৈয়দ মিয়া জানান, প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল, প্রচন্ড দুর্গন্ধ থেকে অনুমান করা যায় দুই-তিন দিন আগেই এটি মারা গেছে।

এর আগে ১৮ ডিসেম্বর মেরিনড্রাইভ লাগোয়া টেকনাফের শিলখালী সৈকতে একই রকমের আরেকটি দুর্গন্ধ ডলফিন পাওয়া যায়।

২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে স্তন্যপায়ী ডলফিন সংরক্ষিত প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। এগুলো শিকার করা, খাওয়া, অঙ্গপ্রত্যঙ্গ পরিবহন ও ক্রয়বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। 

বিজ্ঞানীদের মতে, কক্সবাজারের সৈকত এলাকায় ভেসে আসা ডলফিনগুলোর বেশিরভাগই বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত ইরাবতী প্রজাতির যার বৈজ্ঞানিক নাম Orcaella বা অরক্যালা। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151040