পর্দায় আসছে মেলানিয়া ট্রাম্পের অজানা জীবনের গল্প 

পর্দায় আসছে মেলানিয়া ট্রাম্পের অজানা জীবনের গল্প 

বিনোদন ডেস্ক : পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন তিনি। কিন্তু এবার নিজের জীবনের গল্প নিয়ে রূপালি পর্দার কেন্দ্রবিন্দুতে আসছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ৩০ জানুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে তার জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত ডকুমেন্টারি ‘মেলানিয়া’।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারটিতে দেখা গেছে এক আত্মবিশ্বাসী মেলানিয়াকে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফেরাকে তিনি বর্ণনা করেছেন মাত্র চারটি শব্দে- ‘হেয়ার উই গো এগেইন’। এই ডকুমেন্টারির লাইসেন্সিং চুক্তির জন্য অ্যামাজন প্রায় ৪০ মিলিয়ন ডলার ব্যয় করেছে বলে জানা গেছে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, মেলানিয়া নিজে এই প্রজেক্টের এক্সিকিউটিভ প্রোডিউসার এবং চুক্তির প্রায় ৭০ শতাংশ অর্থ সরাসরি তার পকেটে যাবে।

এই বিশাল অঙ্কের আয় নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অ্যামাজন দাবি করেছে, এই তথ্যচিত্রে মেলানিয়ার জীবনের এমন কিছু মুহূর্ত দেখানো হবে যা আগে কখনো দেখা যায়নি। ২০ জানুয়ারি অভিষেকের আগের ২০ দিনের প্রস্তুতি, ট্রানজিশন প্ল্যানিং এবং হোয়াইট হাউসের রুদ্ধদ্বার বৈঠকের দৃশ্য এতে স্থান পেয়েছে।

ট্রেলারে ট্রাম্প-মেলানিয়া দম্পতির মধ্যকার এক মজার কথোপকথন উঠে এসেছে। এক দৃশ্যে মেলানিয়া ফোন করে ট্রাম্পকে অভিনন্দন জানালে ট্রাম্প জিজ্ঞেস করেন, তুমি কি ভাষণটি দেখেছো? উত্তরে মেলানিয়া নির্লিপ্তভাবে বলেন, না... আমি খবরে দেখে নেব। ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন ব্রেট র‌্যাটনার। ২০১৭ সালে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর এটিই তার প্রথম বড় কোনো কাজ। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

ট্রেলারে দেখা যায়, মেলানিয়া তার স্বামীর বক্তৃতার ভাষা ঠিক করে দিচ্ছেন। ট্রাম্প যখন নিজেকে ‘শান্তিদূত’ হিসেবে দাবি করার মহড়া দিচ্ছিলেন, মেলানিয়া তাকে সংশোধন করে যোগ করেন, ‘শান্তিপ্রণেতা এবং ঐক্য আনয়নকারী’। ট্রেলারে একদিকে যেমন রাজকীয় আভিজাত্য ফুটে উঠেছে, অন্যদিকে কিছু মুহূর্ত বেশ সচেতনভাবেই সাধারণ ও কিছুটা অস্বস্তিকর হিসেবে তুলে ধরা হয়েছে।
৩০ জানুয়ারি বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে ডকুমেন্টারিটি মুক্তি পাবে। এরপর এটি আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং করা হবে এবং এর সাথে তিন পর্বের একটি বিশেষ সিরিজও থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151025