রংপুরের কাউনিয়ায় প্রাইভেটকার ও অটোরিকশার ধাক্কায় নিহত ২

রংপুরের কাউনিয়ায় প্রাইভেটকার ও অটোরিকশার ধাক্কায় নিহত ২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় আর কে মহাসড়কে প্রাইভেটকার ও অটোরিকশার ধাক্কায় আবুল কালাম (৫৫) ও আলাল উদ্দিন (৫৫) নামে দুই কৃষক মারা গেছেন।  আজ সোমবার (২২ ডিসেম্বর) এ ব্যাপারে অজ্ঞাত গাড়ি চালকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক। 

ওসি নজমূল হক জানান, গতকাল রোববার রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়ার কৃষক আবুল কালাম বেইলি ব্রিজ বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় মহাসড়কে বেপরোয়া ও দ্রতগতিতে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। 

এছাড়া একই দিন রাতে কুর্শা ইউনিয়নের শিবু কুন্ঠিরামের কৃষক আলাল উদ্দিন জুম্মারপার নামক এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় তাকে অজ্ঞাতনামা একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক আরও বলেন, এ ব্যাপারে নিহতের দুই পরিবারের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আজ সোমবার অজ্ঞাত প্রাইভেটকার এবং অটোরিকশার চালকের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। অজ্ঞাত দুই গাড়ি চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151022