ঠাকুরগাঁওয়ে ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি গ্রামে এএইচ আল মাসুদ ওরফে রয়েলের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার সিংগিয়া হাজীপাড়া গ্রামের তমিজ উদ্দীনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৪০), পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার পন্ডিতপাড়া গ্রামের হাসান আলীর ছেলে মো. রবিউল ইসলাম (৪২), রবিউলের ছোট ভাই মো. ইউসুফ আলী (৩২), পঞ্চগড় সদর উপজেলার মিলগেট গ্রামের শহীদুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০)। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রেস রিলিজের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ১০ নভেম্বর দিবাগত মধ্যরাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী এলাকার এএই আল মাসুদ ওরফে রয়েলের মালিকানাধীন গরু খামারে অজ্ঞাত ১০/১২ জন সশস্ত্র সংঘবদ্ধ ডাকাত খামারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা রয়েলের হাত-পা বেঁধে মারধর করে ৯টি গরু ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
পরে ১৫ নভেম্বর রয়েল বাদি হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ সুপার মো. বেলাল হোসেনের লিখিত আদেশক্রমে তদন্তভার ডিবি পুলিশের কাছে অর্পণ করা হয়।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই মো. শাহরিয়া সরকার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়ে মামলার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে স্বল্প সময়ে ঘটনার রহস্য উদঘাটসহ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন থানায় চুরি-ডাকাতির সাথে জড়িত থাকার মামলা রয়েছে।
এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়। জেলা পুলিশ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সংঘবদ্ধ অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছেও বলে উল্লেখ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151000