নওগাঁর রাণীনগরে দুই ব্যবসায়ীর ১০ লাখ টাকা চুরি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সর্ববৃহৎ ধানের মোকাম আবাদপুকুর হাট। এই হাটে প্রায় ভোর থেকে ধান কেনা-বেচা শুরু হয়। আজ রোববার (২১ ডিসেম্বর) ছিল হাটবার। সকাল সাড়ে ৬টার দিকে দুই ধান ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও টাকা উদ্ধারের তেমন কোন কার্যকরী ভূমিকা না পেয়ে অভিযোগ করছেন ধান ব্যবসায়ীরা। এই ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, ধানের সর্ববৃহৎ হাটের ধান ব্যবসায়ী মেসার্স বড়িয়াপাড়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ফরিদ সরদার সকালে ধান কেনাকাটার জন্য আবাদপুকুর হাটে তার আড়ৎ ঘরে আসে। এসময় তার ঘরের বারান্দায় মোটরসাইকেলে টাকার ব্যাগ রেখে আড়ৎ ঘর খোলার চেষ্টা করে। কিন্তু চোরেরা পূর্ব পরিকল্পনা মোতাবেক তালার ভিতরে ঝাটার খিলি দিয়ে ভরে রাখার কারণে তালাটি খুলতে দেরি হয়।
এই সুযোগ বুঝে মোটরসাইকেলের হ্যান্ডেলে ব্যাগে রাখা প্রায় ৪ লাখ ৬৫হাজার টাকা নিয়ে চোরেরা কৌশলে পালিয়ে যায়। তালা খুলে মোটরসাইকেলে রাখা টাকার ব্যাগ দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন ওই ব্যবসায়ী। তবে সেই সময় ঘন কুয়াশার কারণে কিছু দেখতে পাননি।
অপরদিকে একইদিনে এই হাটে আরেক ধান ব্যবসায়ী আলহাজ মোজাম্মেল হক তার আড়ৎ ঘরে আবাদপুকুর চারমাথা এলাকায় ক্যাশ বক্সে প্রায় ৫ লাখ ৩৫হাজার টাকা রেখে আড়ৎ ঘরের অদূরে ধান কিনতে শুরু করে। ৮মণ ধান কিনে ঘরে এসে ধানের টাকা দিতে গিয়ে দেখেন ক্যাশ বক্স ভেঙে কে বা কারা সমুদয় টাকা চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে একডালা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
উপজেলার একডালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ভোর ৫টায় আবাদপুকুর হাটে নাইট ডিউটি শেষ করে আমরা ক্যাম্পে চলে আসি। আসার কিছু সময় পর খবর পাই আবাদপুকুর হাটের দুই ধান ব্যবসায়ীর টাকা চুরি হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই। এ পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। টাকা উদ্ধারে আমরা মাঠে কাজ করছি, আশা করি ভালো ফলাফল পাবো।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150994