দিনাজপুরের নবাবগঞ্জে প্রকৌশলী সেজে প্রতারণা, স্কুলশিক্ষক গ্রেফতার
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক ও জনপথের প্রকৌশলী সেজে সাধারণ মানুষের কাছে থেকে প্রতারণার মাধ্যমে টাকা নেয়ার অভিযোগে রেজাউল করিম (৫৪) নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সে বিরামপুর উপজেলার জগন্নাথপুর (নতুন বাজার) এলাকার মৃত আজাহার আলীর ছেলে ও একই উপজেলার বেপারীটোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার তদন্তকারী অফিসার নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, গ্রেফতারকৃত শিক্ষক রেজাউল করিম তার কয়েকজন সহযোগীকে নিয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সেজে গতকাল শনিবার বিকেলে বিরামপুর-গোবিন্দগঞ্জ সড়কে নবাবগঞ্জ থানাধীন দলার দরগাহ বাজারে সড়ক মাপ দেয়ার কাজ করে এবং সড়কের জায়গায় ঘর পড়েছে যা ভাঙচুর করা হবে বলে জানায়।
বিষয়টি বাজারবাসীর কাছে সন্দেহ হলে তাকে আটক করে। পরে পুলিশে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের ফুলবাড়ি সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী তাওহীদ-উর-রহমান বাদি হয়ে গতকাল রোববার থানায় একটি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় স্কুল শিক্ষক রেজাউল করিমকে গ্রেফতার দেখিয়ে গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150984