বগুড়ার কাহালুতে ফিলিং স্টেশন থেকে চুরি যাওয়া ট্রাক নাটোরে উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ার কাহালুতে ফিলিং স্টেশন থেকে চুরি যাওয়া ট্রাক নাটোরে উদ্ধার, গ্রেফতার ২

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের কালিয়ার পুকুর মাজারের পাশের আনিকা ফিলিং স্টেশন থেকে চুরি হওয়া একটি ট্রাক কাহালু থানার পুলিশ নাটোর থেকে উদ্ধার করেছে। এছাড়া পুলিশ ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে দুই চোরকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ভোর রাতে।

গ্রেফতারকৃত দুই চোর হলো-কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের রোস্তমচাপড় গ্রামের মইনুল বেগের ছেলে শুভ বেগ (২৭) এবং শিকড় গ্রামের বাবলু মিয়ার ছেলে মিরাজুল ইসলাম (৩৩)। জানা গেছে, চুরি যাওয়া ট্রাকটি (বগুড়া ড ১১-২০৮৭) ছিল শিকড় গ্রামের রানা মিয়ার। রানা গত বুধবার দুপুরে তার ট্রাকটি ওই ফিলিং স্টেশনে রেখেছিল। গতকাল শনিবার সকালে ফিলিং স্টেশনে গিয়ে দেখেন তার ট্রাক নেই চুরি হয়ে গেছে।

এ বিষয়ে তিনি কাহালু থানায় মামলা করলে কাহালু থানার এসআই জসিম উদ্দিন ফিলিং স্টেশনে গিয়ে সিসিটিভি ফুটেজে দেখে শুভ বেগ ও মিরাজুল ইসলামকে গ্রেফতার করে। এরপর গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক আজ রোববার (২১ ডিসেম্বর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত দুই চোরকে আজ রোববার (২১ ডিসেম্বর) বগুড়া আদালতে প্রোরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150973