পটুয়াখালী দশমিনায় হরিণের মাংসসহ আটক ১
পটুয়াখালী দশমিনায় হরিণের মাংস সহ একজনকে আটক করেছে দশমিনা বন বিভাগ।
আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরের পরে উপজেলার হাজীর হাট এলাকা থেকে হরিনের মাংস সহ একজনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বন বিভাগের বিট কর্মকর্তা মো. রওশন হাসান। আটককৃত মোঃ খলিল খান উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের মৃত্যু চান খানের ছেলে।
জানা যায়, উপজেলায় দীর্ঘদিন যাবত একটি মহল চোরাই পথে হরিণের মাংস বাজারজাত করছে। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা বন বিভাগ রবিবার দুপুরের পরে উপজেলার হাজির হাট এলাকা থেকে মোঃ খলিল খান নামের একজনকে ২ কেজি হরিণের মাংস সহ আটক করে। পরে বনবিভাগের কর্মকর্তারা আটক মোঃ খলিল খানকে দশমিনা থানায় নিয়ে যান।
উপজেলা চরবোরহান ইউনিয়নের বিট কর্মকর্তা মো. রওশন হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজির হাট নামক স্থান থেকে মো. খলিল খান নামক একজনকে দুই কেজি হরিণের মাংস সহ আটক করি। তার সাথে আরো কেহ জড়িত আছে কি না জানার চেষ্টা করছি। তার বিরুদ্ধে ১৯২৭ সনের বন আইন ২০০০ সনের সংশোধন এর ২৬ এর ১/বি ধারায় মামলা রুজু করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150972