বগুড়ায় ‘হানি ট্র্যাপে’ ফেলে হাতিয়ে নেয়া হচ্ছে টাকা, শিবগঞ্জে নারীসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় ‘হানি ট্র্যাপ’ বা ‘মধু ফাঁদে’ ফেলে মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনা বাড়ছে। প্রায়ই এই ফাঁদে পড়ে অর্থ খুঁইয়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। গতকাল শনিবারও বগুড়ার শিবগঞ্জে হানি ট্রাপে ফেলে মানুষকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানার পুলিশ। শিবগঞ্জ পৌর শহরের বানাইল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-শিবগঞ্জের বানাইল পশ্চিমপাড়া এলাকার এনামুল হকের মেয়ে রিনা (২৫), একই এলাকার মৃত বাবলু প্রামাণিকের ছেলে আরিফুল ইসলাম (২৭), লোকমান আলী মোল্লার ছেলে জোবায়েত ইসলাম (২২) এবং মৃত সেকেন্দার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৪)।
শিবগঞ্জ থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, গতকাল শনিবার রাতে হানি ট্রাপ চক্র এক নারীর টোপ দিয়ে বগুড়া থেকে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে বানাইল গ্রামে নিয়ে আসে। এরপর তাকে একটি বাড়িতে জিম্মি করে মারধোর করা হয়। নারীর সাথে নগ্ন ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই চালকের কাছ থেকে দু’দফায় ২০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
পরে অভিযোগ পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ অভিযানে নামে। অভিযানকালে চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে-তারা পরিকল্পিতভাবে এই 'হানি ট্র্যাপ' পেতে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আত্মসাৎ করে আসছিল।
উল্লেখ্য, এর আগে গত ২৮ আগস্ট রাতে বগুড়া শহরের চকসূত্রাপুর পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে ‘হানি ট্র্যাপে’ ফেলে দুই ব্যক্তিকে জিম্মি করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল একটি প্রতারক চক্র। পরে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত তিন নারীসহ চক্রের সাতজনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলো-চেলোপাড়ার মহসিন কাজি সিজান (২৫), চকসূত্রাপুর চামড়াপট্টির মতিন সরকারের ভাই ওমর সরকার (৩৫), কেয়া বেগম (৩৩), আফসানা মিমি (২৪), কামরুন্নাহার অধোরা (২২), এনামুল হোসেন ওরফে রায়হান (২৭) ও নয়ন হোসেন (৩৫)।
বগুড়া ডিবির ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার সাইবার ইউনিট কাজ করছে এসব অপরাধ নিয়ে। প্রায়ই এ ধরণের অভিযোগ আসছে সাইবার ইউনিটে। ডিবি’র হাতে ধরা পড়ছে হানিট্রাপে জড়িত অপরাধীরা।
গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, বগুড়াতেও বাড়ছে এ ধরণের অপরাধ। প্রতারক চক্র মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে এক শ্রেণির সুন্দরী তরুণীদের টোপ হিসেবে ব্যবহার করে ‘হানি ট্রাপে’ ফেলে। ইতোমধ্যে বগুড়ার রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, স্বনামধন্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা এ ফাঁদে পা দিয়ে খুইয়েছেন লাখ লাখ টাকা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150970