বগুড়া সাংস্কৃতিক ফোরাম, ঢাকা’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বগুড়া সাংস্কৃতিক ফোরাম, ঢাকা’র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার, সন্ধ্যা ৫.৩০ মিনিটে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন ৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকায় আলোচনা সভা ও গুনীজন সংর্বধনা ‘বগুড়া পদক ২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ, সমাজসেবক ও ভূ-রাজনৈতিক গবেষক কর্ণেল (অব:) মো: জগলুল আহসান, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মো: ইন্তেজার রহমান, পিপিএম, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন চৌধুরী, কাহালু সমিতি, ঢাকা’র সভাপতি বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র সহ-সভাপতি ও সাবেক উপ-কর কমিশনার মো: মোকাররম হোসেন এবং আফিয়াত হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুর রহমান দিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সাংস্কৃতিক ফোরাম, ঢাকা’র সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম।
১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি বগুড়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে উপস্থাপনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বগুড়ার বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত বিষয়েও এই সংগঠনটি সভা, সেমিনার, মানববন্ধন আয়োজনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি ৩২ বছরে পদার্পন করেছে। ২০০১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বগুড়ার গুণী ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান ‘বগুড়া পদক’ প্রদান প্রবর্তন করে। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালে বিভিন্ন ক্ষেত্রে আলোকিত বগুড়া বাসীকে বগুড়া পদক প্রদান করা হয়। মাননীয় প্রধান অতিথির হাত থেকে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট গুণীব্যক্তিদের অর্পন করা হয়। ২০২৫ সালে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে গুণীজন সম্মাননা ‘বগুড়া পদক’ প্রদান করা হয়।
সুরাইয়া আখতার জাহান, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় (জনপ্রশাসনে), কর্নেল (অব:) মো: জগলুল আহসান, এস ইউ পি, পি এস সি, জি, রাজনীতিবিদ, সমাজসেবক, লেখক ও ভূ-রাজনৈতিক গবেষক (গবেষণায়), লায়ন মোজাম্মেল হক লালু, সম্পাদক, দৈনিক করতোয়া, চেয়ারম্যান ও এমডি, করতোয়া গ্রুপ (সাংবাদিকতায়), বীর মুক্তিযোদ্ধা মোঃ ইন্তেজার রহমান পিপিএম মহাসচিব, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাবেক সাধারণ সম্পাদক, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা (মহান মুক্তিযুদ্ধে), মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা, সাধারণ সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন, কেন্দ্রীয় কমিটি, নির্বাহী সদস্য, বগুড়া জেলা বিএনপি (রাজনীতিতে), মোঃ মোকাররম হোসেন, সভাপতি, কাহালু সমিতি, ঢাকা, সহ-সভাপতি, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা, সাবেক উপ-কর কমিশনার (সমাজসেবায়), সৈয়দ মাহবুবুর রহমান শিক্ষক ও সমাজ সংস্কারক (শিক্ষাক্ষেত্রে), ম. রহমান মিলকী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী (সঙ্গীতে), মো: কামরুজ্জামান, প্রোপ্রাইটর : যমুনা এয়ার ট্রাভেলস, সমাজকল্যাণ সম্পাদক, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা (হজ্ব সেবায়), আঃসঃমঃ নাসিমুল ইসলাম লিমন, পরিচালক (হিসাব), ডাক অধিদপ্তর, বাংলাদেশ ডাক বিভাগ, ঢাকা (ডাক সেবায়), ডা: এস এম হাসিবুল ইসলাম, সাবেক পরিচালক, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা, ঢাকা, সদস্য, অফিসার্স ক্লাব, ঢাকা (চিকিৎসা সেবায়), ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুজ্জামান, প্রকল্প পরিচালক, জিএসআইডি-২, এলজিইডি, আগারগাঁও, ঢাকা (প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে), ড. এ.কে.এম আহসান হাবিব রুবেল, অধ্যক্ষ, বিকল্প মডেল কলেজ, ফার্মগেট, ঢাকা, সহ-সভাপতি, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা (শিক্ষাবিদ), ড. মো: হালিম উল হক লিটন, সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্ট, অর্থ সম্পাদক, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা (আইন পেশায়), ড. মো: গোলাম ছারোয়ার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান কীটতত্ত্ব বিভাগ, নিপসম,মহাখালী ঢাকা, আজীবন সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন, আজীবন সদস্য, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ (জনস্বাস্থ্য গবেষণায়), মো: বদিউজ্জামান আকন্দ, ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা, উপদেষ্টা, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন, সহ-সভাপতি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ, আজীবন সদস্য, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা (ব্যবসায় ও সমাজসেবায়), মো: ছালেক উদ্দিন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ছালেক গ্রুপ (শিল্প ক্ষেত্রে), ইঞ্জিনিয়ার মো: মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, ব্যবস্থাপনা পরিচালক: সাবা গ্রুপ, পরিচালক: রিয়েল এস্টেট এন্ড হাউজিং, এসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব, চেয়ারম্যান: রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট (আবাসন সেক্টরে), মোঃ শফিকুল ইসলাম শফিক চেয়ারম্যান: বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকা, যুগ্ম আহ্বায়ক: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, ঢা.ম.উ, যুগ্ম সাধারণ সম্পাদক, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা (ব্যবসায় ও সংগঠনে), এ কে এম লুৎফুল বারী মুকুল, ব্যবস্থাপনা পরিচালক, মুকুল পিভিসি এন্ড মডার্ন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, সাবেক সহ-সভাপতি, বৃহত্তর মিরপুর থানা বিএনপি, সহ-সভাপতি, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা (উদ্যোক্তা ও রাজনীতি), ইঞ্জিনিয়ার মো: জাহিদুর রহমান দিপু, চেয়ারম্যান, আফিয়াত হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সাধারণ সম্পাদক, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম-জিসাফ, সিনিয়র সহ-সভাপতি, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা (মানবসেবায়), মো: সাইফুল ইসলাম, জেলা রেজিস্ট্রার, নওগাঁ, বাংলাদেশ রেজিস্ট্রেশন অধিদপ্তর (ভূমি রেজিষ্ট্রেশনে), রোটারিয়ান মো: আরাফাতুর রহমান আপেল পরিচালক, গুলশান ক্লাব লিমিটেড, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, চেয়ারম্যান, ইম্পোরিয়াম প্রোপার্টিজ লি: (সংগঠক ও সমাজসেবায়) এবং এম এম আনিসুজ্জামান, বার্তা সম্পাদক, এনটিভি (ইলেক্ট্রনিক মিডিয়ায়)।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150958