বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় আ’লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় আ’লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার মধুপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (৫৬) ও অলোয়া গ্রামের নওশের আলীর ছেলে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪০)।  আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।  

মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করে। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150907