সংস্কার করা হচ্ছে তারেক রহমানের বগুড়ার বাড়ি
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। এই সংবাদ প্রচার হওয়ার পর পরই বগুড়াসহ এই অঞ্চলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে অন্যরকম কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিএনপির এই শীর্ষ নেতা ফিরছেন স্বদেশ ভূমিতে তাই বগুড়ার মানুষের মধ্যে বিশেষ কৌতুহল কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বগুড়ার মাটি ও মানুষের সন্তান বলেই মনে করেন এই অঞ্চলের মানুষ। এ কারনেই তাকে নিয়ে এই অঞ্চলের মানুষের বিশেষ কৌতূহল রয়ে গেছে।
তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন ক্ষণ ঠিক হওয়ায় বগুড়ায় তার জন্য বাড়ি সংস্কার কাজ শুরু করা হয়েছে। বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপদেষ্টা হেলালুজ্জামন তালুকদার লালু’র শহরের সুত্রাপুরস্থ বাড়ি চম্পা মহলের দক্ষিণে তারেক রহমানের বাড়িটি সংস্কার করছেন সাবেক এসপি লালু। তারেক রহমান বগুড়ায় এসে এই বাড়িতে অবস্থান করে ইতোপূর্বে তার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছেন। বিশেষ করে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে তিনি চম্পা মহলের পাশে তার বাড়িতে অবস্থান করতেন।
সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু জানান, চম্পামহলের দক্ষিণে যে বাড়িটিতে ইতোপূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করতেন সেইবাড়ি তারেক রহমানের অর্থায়নে নির্মিত হয়েছে।
তিনি ৪ শতাংশ জমি তার নামে দিতে চেয়েছিলেন কিন্তু তিনি তা নেননি। তবে সেই জমিতে বাড়ি করেছেন। এই বাড়ির গ্রাইন্ড ফ্লোরে গ্যারেজ এবং তার বিশেষ সহকারীদের থাকার ব্যবস্থা রয়েছে। প্রথম তলায় তারেক রহমান নিজে থাকতেন। তৃতীয় তলায় তার রাজনৈতিক কার্যালয় ছিলো এবং চতুর্থ তলায় তার সফর সঙ্গীরা থাকতেন। চারতলার এই বাড়িটি দীর্ঘ দিন অব্যবহৃত এবং প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিলো। প্রায় ১৬-১৭বছর কোন কার্যক্রম ছিলো না এই বাড়িটিতে। ফলে এটি সংস্কার করার জরুরি হয়ে পড়েছে। একারণে তিনি সংস্কার করছেন। তারেক রহমান আগের মত এই বাড়িতে নিয়মিত আসতে পারবেন না বলেও মনে করেন এই সাবেক এমপি। তিনি বলেন তারেক রহমান এখন আর হয়তো এই বাড়িতে আসতে পারবেন না। কারণ তার নিরাপত্তার ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার পরও আশা করছেন তিনি (তারেক রহমান) যদি বগুড়ায় মনোনয়ন পত্র জমা দিতে আসেন তখন হয়তো এই বাড়িতে অবস্থান করতে পারেন। তা ছাড়াও তার নির্বাচনি প্রচারণার সময় তিনি বগুড়ায় যখন অবস্থান করবেন তখন এই বাড়িতে অবস্থান করতে পারেন। এমন সম্ভবনা থেকেই এই বাড়ি সংস্কার করে বসবাসের উপযোগী করা হচ্ছে।
হেলালুজ্জামান তালুকদার লালু আরও বলেন, তারেক রহমান শুধু বিএনপির সম্পদ বা নেতা নন তিনি এখন দেশের সম্পদ, বাংলাদেশের আপামর জনগণের নেতা। সেই নেতা যদি বগুড়ায় অবস্থান করেন এমন চিন্তা ভাবনা থেকেই বাড়ি সংস্কার করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150906