মুজিব হলের নাম মুছে লেখা হলো ‘শহীদ ওসমান হাদি’ হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই হলের নাম পরিবর্তনের দাবি উঠেছে। এর মধ্যে শেখ মুজিবুর রহমান হলের মূল ফটক এবং পুরাতন ভবনের ফটকে নামফলক পাল্টে হল সংসদের প্রতিনিধিরা ইতোমধ্যে শহীদ ওসমান হাদি হল লিখে দিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা নাগাদ একটি ক্রেন ব্যবহার করে তারা নামফলকে নতুন করে শহীদ ওসমান হাদি হল লিখছেন।
এর আগে সন্ধ্যায় ছেলেদের শেখ মুজিবুর রহমান হল এবং মেয়েদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পালটানোর দাবি তোলে ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ।
এরপর পরই হলের নামফলক পাল্টানোর কাজ করছেন হল সংসদের প্রতিনিধিরা। হল সংসদের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, হল সংসদের উদ্যোগে আমরা নাম পরিবর্তনের কাজ করছি।
তিনি বলেন, অভ্যুত্থানের পরপরই আমাদের হলের নাম পরিবর্তন করার দাবি ওঠে।