বিপিএল শুরুর সময়ে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক : উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এবারের বিপিএলের আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে দর্শক-সমর্থকদের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ছোট পরিসরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করছে বিসিবি। এজন্য পিছিয়ে গেছে উদ্বোধনী দিনের দুটি ম্যাচের সময় সূচি।
শনিবার এক বিজ্ঞপ্তিতে বিপিএল ইভেন্ট টেকনিক্যাল কমিটি জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচটি দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বিকেল ৩টায়। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
দিনের দ্বিতীয় ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয়েছে। ফ্লাডলাইটের আলোয় দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। এই ম্যাচের প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতি শেষে রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত।
মূলত ম্যাচের আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতেই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। তবে এই সময়সূচি কেবল উদ্বোধনী দিনের জন্যই প্রযোজ্য।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150883