সূর্যের উত্তাপ কমেছে, আসছে শৈত্যপ্রবাহ

সূর্যের উত্তাপ কমেছে, আসছে শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার : হিমালয় থেকে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বেশিরভাগ সময় বগুড়ায় সূর্যের দেখা মিলেনি। এরপর সামান্য সূর্যের দেখা মিললেও তাতে ছিলনা কোন উত্তাপ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শীতের এই আমেজ আরও বাড়বে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও আছে। আগের দিনের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস কমে ২০ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বগুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

দেশের উত্তরাঞ্চলে অগ্রহায়ণ থেকে শীত জেঁকে বসলেও বগুড়ায় দিনের কড়া রোদের জন্য শীত তেমন একটা অনুভূত হয়নি। গতকাল শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা উঠা-নামা করছিল ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হঠাৎ করে গতকাল শুক্রবার রাত থেকে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করে। এরপর সকাল থেকে শীতল বাতাসের সাথে সাথে দিনের বেশির ভাগ সময় দেখা মেলেনি সূর্যের। উত্তাপহীন বগুড়ায় সকাল থেকেই জেঁকে বসেছে শীত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন চলতে পারে এবং শীঘ্রই একটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বগুড়া শহরের বিপনি বিতান গুলোতে ভিড় বেড়েছে কয়েকগুণ।

শহরের ভ্রাম্যমাণ দোকানে, নিউ মার্কেট, এবং হকার্স মার্কেটে শীতের কাপড় কেনার ধুম পড়েছে। জ্যাকেট, সোয়েটার, মাফলার এবং কম্বলের চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে ফুটপাতের পুরোনো কাপড়ের দোকানগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে আবহাওয়া পরিবর্তনের ফলে শিশুদের নিউমোনিয়া এবং বড়দের শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে শুরু করেছে। চিকিৎসকরা এই কনকনে বাতাসে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং পর্যাপ্ত গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিয়ে ব্যবস্থাপত্র দিচ্ছেন।

বগুড়া আবহাওয়া অফিসের  সূত্র জানান, তাপমাত্রা এখন কমতেই থাকবে এবং এমাসেই উত্তরাঞ্চলের অনেক এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্য প্রবাহ বয়ে যাবে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বগুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সবোচ্চ তাপমাত্রা ছিল ২৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৫ ডিগ্রি সেলসিয়াস।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150880