এ যেন আধুনিক যুগের অত্যাধুনিক হাওয়াখানা

এ যেন আধুনিক যুগের অত্যাধুনিক হাওয়াখানা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় এবার বাঁশের তৈরি দ্বি-তল হাওয়াখানা স্থাপন করেছে স্থানীয়রা। সেই হাওয়াখানায় সকল বয়সের মানুষেরা সকাল-বিকাল এসে বিশ্রাম নেওয়ার পাশাপাশি খেলাধুলায় মেতে উঠছে। হাওয়াখানাটি তৈরি করা হয়েছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের পূর্ব করমজা (খড়কো আটা) গ্রামে।

উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে নিভৃত পল্লি এলাকায় হাওয়াখানাটি তৈরি করা হয়েছে। হাট করমজা-কদমতলী সড়কের পাশে ওই গ্রামের যুব সমাজ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দ্বি-তল অত্যাধুনিক হাওয়াখানাটি নির্মাণ করে। এতে গ্রামবাসী অর্থ ও বাঁশ দিয়ে সহযোগিতা করেছেন।

স্থানীয়রা জানান, হাওয়াখানাটি তৈরি করতে প্রায় ৫০ থেকে ৬০টি বাঁশ লেগেছে। এছাড়াও লোহাসহ অন্যান্য উপকরণ কিনতে প্রায় ৫ হাজার টাকা ব্যয় হয়েছে। এছাড়াও বর্ণিল সাজে সাজানো হয়েছে এটি। লাগানো হয়েছে বিভিন্ন রঙের বৈদ্যুতিক বাতি। দিনের চেয়ে রাতের বেলায় হাওয়াখানাটির দৃশ্য অত্যন্ত দৃষ্টিনন্দন। পথচারীরা ওই পথ দিয়ে যাতায়াত করতে দৃষ্টি কাড়ছে।

এ বিষয়ে স্থানীয় গ্রামবাসী শামছুল হক, মতিয়ার রহমান, শহীদ গোলাম, গোলাম কাউছার সবুজ, মাজেদুর রহমান, কাটু মিয়া বলেন, বিশ্রামখানায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত সকল বয়সের মানুষ বিশ্রাম নিতে আসে। এছাড়াও যুব সমাজ সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলায় মেতে থাকেন। এতে করে যুব সমাজ বিপথগামী থেকে মুক্ত থাকে।

উল্লেখ্য, হাওয়াখানাটির দৈর্ঘ্য ২৫ ফুট এবং প্রস্থ ১৫ ফুট। হাওয়াখানাটি সকল বয়সের মানুষের বিশ্রামখানায় পরিণত হয়েছে। সেই সাথে পথচারীদের দৃষ্টি কেড়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150879