নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আব্দুল খালেক নামে এক (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল খালেক উপজেলার কচুয়া গ্রামের ছামছুর রহমানের ছেলে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, গ্রেফতারকৃত আব্দুল খালেককে গতকাল শুক্রবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আজ শনিবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সে বড়গাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150878