দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জন্তিপুর ঘাট নামক স্থানে করতোয়া নদী থেকে বিনা অনুমতিতে অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলের সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রংপুরের পীরগঞ্জ উপজেলা এলাকার ফজলুল করিম নামে এক ব্যক্তির নিকট থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন।

এসময় পুলিশ ও আনসার আদালতকে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এরকম অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150874