কাপ্তাই হ্রদের কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

কাপ্তাই হ্রদের কায়াকিং  করতে গিয়ে পানিতে ডুবে  পর্যটকের মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ‘স্বপ্নদ্বীপ’ (স্বর্গদ্বীপ আইল্যান্ড) নামক কাপ্তাই হ্রদে রিসোর্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. ইফরাত (২৬)। তিনি ঢাকার পুরান নাজির বাজার এলাকার বাসিন্দা এবং মো. ওয়াসিমের ছেলে।a

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইফরাত তার ছয় বন্ধুর সঙ্গে কাপ্তাই হ্রদে বোট কায়াকিং করছিলেন। একপর্যায়ে কায়াকটি উল্টে গেলে তিনি পানিতে তলিয়ে যান। এ সময় তার শরীরে কোনো লাইফ জ্যাকেট ছিল না।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিট অনুসন্ধানের পর বেলা ১১টা ১৫ মিনিটে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করা হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম জানান, উদ্ধার শেষে মরদেহটি কোতোয়ালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150862