বগুড়ায় শহিদ হাদির গায়েবানা জানাজায় মানুষের ঢল
স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান শরীফ হাদির গায়েবানা জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ইনকিলাব মঞ্চ বগুড়ার আয়োজনে গায়েবানা জানাজায়-বিএনপি, জামায়াত, এনসিপি, জেএসডিসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ হাজারো মানুষের ঢল নামে।
যোহরের নামাজের পর থেকেই শহরের আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা আলতাফুন্নেছা খেলার মাঠে আসতে থাকেন। ধীরে ধীরে মাঠটি ঘিরে বিভিন্ন সড়ক দিয়ে জনস্রোত শুরু হয় মাঠটিতে। এক সময় গোটা মাঠে হাজারো মানুষ সমবেত হন। শহরের বিভিন্ন মসজিদের মুসল্লিসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহিদ ওসমান শরীফ হাদির জানাজায় অংশগ্রহণ করেন।
ইনকিলাব মঞ্চ বগুড়ার আহবায়ক মুয়াজ বিন মোস্তাফিজের পরিচালনায় শহিদ হাদির গায়েবানা জানাজার আগে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আবদুল মালেক, জেএসডি নেতা রেজাউল বারী দিপনসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা।
জানাজা পূর্ব বক্তব্যে বক্তারা বলেন, হাদিরা মরে না, হাদিদের কোন মৃত্যু নেই। হাদির যে চেতনা , হাদির যে দ্রোহ তা যুগে-যুগে, কালে-কালে, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে। হাদি আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন ফ্যাসিস্টরা এখনও এদেশে রয়েছে। তারা দেশটাকে অস্থিতিশীল করতে চোরাগুপ্তা হামলা করছে। কোন ষড়যন্ত্র এদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
হাদিকে হত্যার মধ্যে দিয়ে এদেশের ঘরে ঘরে লাখ লাখ হাদির জন্ম হয়েছে। যারা ভারতের আধিপত্যবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বাংলাদেশি হিসেবে পরিচয় দিবে। ভারতের দালালদের ঠাঁই এদেশে হবে না, হাদিরা আবারও ফিরবে লাখো বাঙালির চেতনা হয়ে।
শহিদ হাদির গায়েবানা জানাজা নামাজ পড়ান শাহপাড়া জামে মসজিদের খতিব হাফেজ আহসান হাবিব সাকি। জানাজা নামাজ শেষে শহিদ হাদির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150861